আর এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? এই পোস্টে অনলাইনে আর এস খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি জানতে পারবেন।
বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ানের মাঝে আর এস খতিয়ান একটি। যেকোনো জমির আর এস খতিয়ান চেক করার মাধ্যমে উক্ত জমির পরিমাণ, দাগ নং, মালিকের নাম এবং ঠিকানা সহ বিস্তারিত তথ্য দেখা যায়। এছাড়া, সংশোধন আবেদন এবং খতিয়ান বের করার আবেদনও করা যায়।
অনলাইনে কিভাবে ঘরে বসে আর এস খতিয়ানের তথ্য যাচাই করতে হয় এবং খতিয়ান আবেদন করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।
আর এস খতিয়ান যাচাই
ভূমি রেকর্ড ও ম্যাপ ওয়েবসাইট ভিজিট করুন https://dlrms.land.gov.bd । এরপর, সার্ভে খতিয়ান সেকশনে ক্লিক করুন।

- বিভাগ>জেলা>উপজেলা/থানা সিলেক্ট করুন।
- খতিয়ানের ধরণ থেকে আর এস খতিয়ান সিলেক্ট করুন।
- মৌজা নং/জে এল নং লিখুন কিংবা তালিকা থেকে মৌজা খুঁজে সিলেক্ট করুন।
- সার্চ বক্সে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন।
- এছাড়াও, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং/মালিকের নাম দিয়েও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।
- অতঃপর, খতিয়ান খুঁজে পেলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে, খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

এভাবে www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। যদি খতিয়ানের কপি বের করতে চান, তাহলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে।
এরপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে। অতঃপর, অনলাইন কপি বের করতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

চেকআউট করুন বাটনে ক্লিক করার পর নিচের মতো পেজে নিয়ে আসবে। এখানে, পূর্বের অ্যাকাউন্ট থাকলে লগইন করুন। না থাকলে, নতুন একটি অ্যাকাউন্ট নিবন্ধন করুন।

অতঃপর, এমন একটি পেজ আসবে। অ্যাকাউন্ট নিবন্ধন করার পর এনআইডি ভেরিফাই করতে হবে। এনআইডি ভেরিফাই না করলে খতিয়ান আবেদন করতে পারবেন না। নিচের মতো পেজটিতে ফরমটি পূরণ করতে হবে। এরপর পেমেন্ট সম্পন্ন করতে হবে।

পেমেন্ট সম্পন্ন করলে আর এস খতিয়ান আবেদন সম্পন্ন হবে। আবেদন করার পর আবেদনের একটি কপি ডাউনলোড করতে পারবেন। সেটি প্রিন্ট করে রাখতে হবে। নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত কপিটি জমা দিয়ে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।






ডাউনলোড হওয়ার আগেই সার্ভার এরোর দেখিয়ে আর কাজ করে না, ডাউনলোড হয়নি তাহলে করনীয় কি?
খতিয়ান ডাউনলোড হয় না।
land.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা লগইন করতে হবে। এরপর, আপনার তথ্য দিয়ে প্রোফাইল ভেরিফাই করতে হবে। তাহলে আবেদন ফি প্রদান করার মাধ্যমে খতিয়ান ডাউনলোড করতে পারবেন।
আপনার প্রোফাইল থেকে আবারও ডাউনলোড করুন।
Sampatti chacha Koran
ই পর্চা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে সেটি এখানে লিখুন।
আর এস খতিয়ান অনলাইনে আপলোড হয় নাই এখন কি ভাবে আপলোড করা যায়, ঢাকা বিভাগ, জেলা, গাজিপুর উপজেলা কালীগঞ্জ, পিপুলিয়া মৌজায়, ৩০৪ আর এস খতিয়ান এবং দাগ ৪৯৬
খতিয়ান আবেদন করতে হবে।
অনলাইন আপলোড হয় নাই এখন কি ভাবে আপলোড করা যায়
খতিয়ানের জন্য আবেদন করতে হবে। তাহলে অনলাইনে পাওয়া যাবে।
পরচার সব নাম দেখাযায় না.এবং দাগ নাম্বার ও সব দেখা যায় না
খতিয়ান আবেদন করুন। তাহলে সকল তথ্য পাবেন।
hello
ই পর্চা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে সেটি এখানে লিখুন।
জমি দেখা
ই পর্চা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে সেটি এখানে লিখুন।
চেক কর খতিয়ান নামজারি
খতিয়ান চেক করতে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
সার্ভে খতিয়ানার তথ্য
পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে যেকোনো খতিয়ান চেক করতে পারবেন।
Sir
Save my Account
কিসের একাউন্ট?
আমার খতিয়ান দরকার
পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে খতিয়ান দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
আমি মোবাইল দিয়েই কাজ করতে হয়
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
hi
Hello
খতিয়ান
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
আর এস খতিয়ান নাম্বার ৩৯৪ দাগ নাম্বার ৪৫৪ জমি ১.৫৫ থানা পীরগাছা জেলা রংপুর মৌজা নাগদহ আব্দুল গফুর পিতা মকবুল হোসেন
এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করলে আপনার জমির খতিয়ান যাচাই বা খতিয়ানের কপি ডাউনলোড করতে পারবেন।
আর এস
আপনার প্রশ্নটি লিখুন।
Verry Nice
Thank you.