নামজারি খতিয়ান অনুসন্ধান করে যেকোনো জমির মালিকের নাম, জমির পরিমাণ, দাগ নং সহ বিস্তারিত যাচাই করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি থাকছে এই পোস্টে।
যেকোনো জমি ক্রয়-বিক্রয় করার পর ই নামজারি আবেদন করতে হয়। নামজারি আবেদন করে জমির মালিকানা পরিবর্তন করা হয়। আবেদন করার পর ই নামজারি যাচাই করার মাধ্যমে আবেদনের অবস্থা জানতে পারবেন। আবেদন অনুমোদন হলে নামজারি খতিয়ান যাচাই করতে পারবেন।
কিভাবে নামজারি খতিয়ান চেক করতে হয় জানতে শেষ অব্দি পড়ুন।
নামজারি খতিয়ান অনুসন্ধান
প্রথমেই ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। এরপর, নিচের ধাপগুলো অনুসরণ করুন।

- প্রথমে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা/থানার নাম সিলেক্ট করুন
- মৌজা নং লিখে সার্চ করুন অথবা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন
- খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে খুঁজে দুইবার ক্লিক করুন
- অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং/মালিকের নাম দিয়েও খতিয়ান খুঁজতে পারবেন
খতিয়ান খুঁজে পাওয়ার পর দুইবার ক্লিক করলে নিচে সংযুক্ত ছবির মতো দেখতে পারবেন। এখানে, জমির পরিমাণ, দাগ নং, জমির মালিকের নাম সহ বিস্তারিত দেখতে পারবেন।

নামজারি খতিয়ান বের করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন। তাহলে, অনলাইন কপি অথবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
ঝুড়িতে রাখার পর উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। তারপর অনলাইন কপি/সার্টিফাইড কপি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন। অতঃপর, চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

এরপর, land.gov.bd ওয়েবসাইটের একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে, আপনার পূর্বের অ্যাকাউন্ট থাকলে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

অ্যাকাউন্ট রেজিস্টার করার পর প্রোফাইল থেকে এনআইডি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর, নিচের মতো একটি ফরম পাবেন। এখানে, আপনার ক্ষেত্রে প্রযোজ্য তথ্যগুলো দিয়ে ফরমটি পূরণ করুন এবং পেমেন্ট সম্পন্ন করুন। এভাবে খতিয়ান আবেদন করতে পারবেন।

নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করার পর এনআইডি ভেরিফাই করার পর খতিয়ান আবেদন করতে পারবেন। নয়তো উপরের ছবির মতো একটি ম্যাসেজ আসবে।
পূর্বে খতিয়ান আবেদন করার সময় নাম, এনআইডি নং, ঠিকানা সহ অন্যান্য তথ্য পূরণ করে আবেদন করা যেতো। কিন্তু, বর্তমানে প্রোফাইল থেকে এসব তথ্য যুক্ত করে এরপর খতিয়ান আবেদন করতে হবে।






নামজারী করা হয়েছে 2024-25 অর্থ বছরে । Dcr ফি ও খতিয়ান পাওয়ার পর খাজনা দেয়া হয়েছিল । হাল খাজনা পরিশোধ অপশন আসছে। কিন্তু নামজারী খতিয়ানটি dlrms.land.gov.bd তে দেখা যাচ্ছে না। করণীয় কি আছে যেন নামজারী ওয়েবসাইট এ খতিয়ান টি শো করে।।
land.gov.bd তে সম্ভবত রেজিস্ট্রেশন করেছিলেন। উক্ত ওয়েবসাইটে লগইন করুন আপনার নাম্বার দিয়ে। তাহলে খতিয়ান দেখতে পারবেন।
আমি কিবাবে লগিন করব
লগইন করার আগে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।
Arif
আপনার প্রশ্নটি লিখুন।
আমি মোবাইল নাম্বার
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
সার্ভে খতিয়ান
আপনার প্রশ্নটি লিখুন।
মোঃ মাহামুদুল হাসান
আপনার প্রশ্নটি লিখুন।
295
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
মোঃ মাহামুদুল হাসান
আপনার প্রশ্নটি লিখুন।
I see
আপনার প্রশ্নটি লিখুন।
jamalpur mathergonj
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
Hanif
আপনার প্রশ্নটি লিখুন।
Hi
ই পর্চা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে সেটি এখানে লিখুন।
sarbar ki bondo
মাঝে মাঝে সার্ভার আপগ্রেডেশনের জন্য সার্ভিসে ব্যাঘাত ঘটতে পারে। কিছুক্ষণ সময় পর আবার চেষ্টা করুন।
katian
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
Ami namjari dekhbo
পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
E.porcha
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহু খাইরান।
আমার দাদার নামে কতটুকু জমি আছে সেটার দলিল লাগবে
আপনার দাদার নাম দিয়ে নামজারি খতিয়ান অনুসন্ধান করলেই জানতে পারবেন।