যেকোনো মৌজার ম্যাপ দেখতে চাইলে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করার পর ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত পদ্ধতি থাকছে এই পোস্টে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মৌজার ম্যাপ বর্তমানে অনলাইন করণ চলছে। অর্থাৎ, অনলাইনে যেকোনো মৌজার ম্যাপ খুঁজে পাওয়া যাবে। আপনার মৌজার ম্যাপ অনলাইনে আছে কিনা জানতে ম্যাপ অনুসন্ধান করতে হবে।
অনলাইনে মৌজা ম্যাপ download করার পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।
মৌজা ম্যাপ অনুসন্ধান
প্রথমেই ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।

- বিভাগ>জেলা>উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
- সার্ভে টাইপ থেকে কোন সার্ভের মৌজা ম্যাপ খুঁজতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।
- মৌজা নং/জে এল নং লিখুন বা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।
- সার্চ বক্সে সিট নং লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতিতে যেকোনো মৌজার ম্যাপ অনলাইনে দেখতে পারবেন এবং মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
একটি মৌজা অনেক বড় হয়ে থাকে। তাই, একটি ছোট ম্যাপে পুরো মৌজা না আসার কারণে সেটিতে ভেঙ্গে কয়েকটি ভাগ করা হয়। এই ভাগগুলোকেই সিট বলা হয়। মৌজা ম্যাপ বের করতে চাইলে সঠিক সিট নাম্বার জানা থাকতে হবে।

মৌজা ম্যাপের প্রিভিউ এবং বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন এবং মৌজা ম্যাপ সিলেক্ট করে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন।
অতঃপর, চেকআউট করুন বাটনে ক্লিক করে land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করলে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে অথবা পূর্বের অ্যাকাউন্ট থাকলে লগইন করতে হবে। এরপর, এনআইডি ভেরিফাই করে ফরম পূরণ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এভাবে, মৌজার ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।
পুরো দেশের সকল মৌজার ম্যাপ অনলাইনকরণ চলছে। তাই, অনলাইনে খোঁজার সময় আপনার মৌজার ম্যাপটি নাও পেতে পারেন। এক্ষেত্রে, সেটেলমেন্ট অফিস অথবা আঞ্চলিক ভূমি অফিসে যোগাযোগ করে মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারবেন।
তবে, অনলাইনে মৌজা ম্যাপ download করার জন্য আবেদন করলে, আবেদনের কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর, নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনের কপিটি জমা দিয়ে মৌজা ম্যাপ সংগ্রহ করতে হবে।






Hi
Hello.
01738207886
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
মৌজা ম্যাপ
ই পর্চা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে সেটি এখানে লিখুন।
madaripur
খতিয়ান বা ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন।
no
What no?
Map govindi shibpur narsingdi Dhaka Bangladesh
পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।
I not agri
Why not?