ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা জানতে হলে ই নামজারি যাচাই করতে হয়। ঘরে বসে নামজারি আবেদনের স্ট্যাটাস চেক করার নিয়ম জানতে পারবেন এই পোস্টে।

জমি ক্রয়-বিক্রয় করার পর ই নামজারি আবেদন করার মাধ্যমে জমির মালিকানা পরিবর্তন করতে হয়। নামজারি আবেদন করার পর একটি আবেদন আইডি নাম্বার পাওয়া যায়। উক্ত আইডি নাম্বার এবং এনআইডি নাম্বার দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করা যায়।

তো চলুন, ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা জেনে নেয়া যাক।

ই নামজারি যাচাই

mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নিচে স্ক্রোল করে বিভাগ নির্বাচন করুন এবং আবেদন নম্বর লিখুন। খুঁজুন বাটনে ক্লিক করে পপআপ আসলে এনআইডি নাম্বার লিখুন এবং ক্যাপচা এর উত্তর লিখে খুঁজুন বাটনে ক্লিক করে আবেদন যাচাই করুন। বিস্তারিত পদ্ধতি নিম্নরূপ —

ই নামজারি যাচাই
  • প্রথমেই ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েবসাইট।
  • স্ক্রোল করে নিচের দিকে যান এবং ড্রপ-ডাউন মেনু থেকে বিভাগ সিলেক্ট করুন।
  • পাশের ফাঁকা বক্সে আবেদন আইডি নম্বর লিখুন।
  • এরপর, খুঁজুন বাটনে ক্লিক করুন।
  • একটি পপআপ আসবে, এখানে প্রথম ঘরে আপনার এনআইডি নম্বর লিখুন।
  • দ্বিতীয় ঘরে ক্যাপচাটি পূরণ করে উত্তর লিখে আবারও খুঁজুন বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতিতে ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন। সাধারণত ২৮ দিনের মাঝে ই নামজারি আবেদন নিষ্পত্তি হয়। আবেদন নিষ্পত্তি হলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এছাড়া, উপরোক্ত পদ্ধতি অনুসরণ করেও চেক করতে পারবেন।

আবেদন নিষ্পত্তি হলে DCR ফি ১,১০০ টাকা প্রদান করতে হবে। অনলাইনে মোবাইল ব্যাংকিং/ব্যাংক/কার্ড ইত্যাদি মাধ্যম ব্যবহার করে ফি পেমেন্ট করতে পারবেন।

ডিসিআর ফি পেমেন্ট সম্পন্ন হলে নিচের ছবির মতো পেজ দেখতে পারবেন। এখানে থেকে DCR কপি ডাউনলোড করতে পারবেন এবং খতিয়ান ডাউনলোড করতে পারবেন। এছাড়া, আবেদনের কপিও প্রিন্ট করে নিতে পারবেন।

ই নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা

DCR কপি এবং নামজারি খতিয়ানের কপি ডাউনলোড করার পর নিচের ছবিগুলোর মতো পাবেন। এরপর, এগুলো আপনার কাজে ব্যবহার করতে পারবেন।

ই নামজারি যাচাই DCR ফি প্রদান

এরপর, নামজারি খতিয়ান অনুসন্ধান করে আপনার নাম আপডেট হয়েছে কিনা চেক করে দেখতে পারবেন। নামজারি আবেদন সফল হলে নামজারি খতিয়ান যাচাই করলে আপনার নাম দেখতে পারবেন।

DCR ফি পরিশোধ করার পর DCR কপি ও খতিয়ান ডাউনলোড করে যেকোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে। DCR কপিটি QR Code যুক্ত। এছাড়া, এটি ম্যানুয়ালি আবেদন করে পাওয়া DCR এর কপির সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ। তাই, এটি প্রিন্ট করেই যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *